বরিশালের কর্ণকাঠীতে সালিশ বৈঠকের রায় না মেনে প্রতিপক্ষের হামলায় আহত ৭০ বছর বয়সী বৃদ্ধা রাবেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, রাবেয়া বেগম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী। তাঁর নাতি জুলহাস খান অভিযোগ করেন, তার মামা কামাল হাওলাদার ঢাকায় বসবাস করলেও সম্প্রতি পৈত্রিক জমিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিবন্ধকতার মুখে পড়েন। প্রতিবন্ধকতা দেন একই বাড়ির বাসিন্দা আবুল কালাম আজাদ এবং তার ছেলে সুজন হাওলাদার (ভূমি অফিস কর্মচারী), ভাই লিজন, নান্টুসহ আরও কয়েকজন।
বিরোধ মেটাতে স্থানীয় সমাজসেবক সুমন হাওলাদার ও শহিদ খানসহ কয়েকজনের উপস্থিতিতে গত শুক্রবার (১৬ মে) রাতে একটি সালিশ বৈঠক বসে। কামাল হাওলাদার বৈঠকের রায় মেনে নিলেও অপরপক্ষ তা প্রত্যাখ্যান করে এবং বৈঠক শেষে পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন জুলহাস।
হামলায় রাবেয়া বেগমসহ লিমা বেগম, রুমা বেগম, কামাল হাওলাদার ও জুলহাস খান আহত হন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন (১৭ মে) সকালে রাবেয়া বেগমকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
রোববার (১৮ মে) দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাঁচজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সুজন হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।