নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনে চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২০ আগস্ট) সকালে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া-উজিরপুর (২) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম, উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুর রব, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সরকারি ফজলুল হক কলেজের সব বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সরকারি ফজলুল হক কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।