৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৭
শিরোনামঃ

একদিনে দেড়শ’ ডেঙ্গু রোগীর রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২,
  • 222 সংবাদটি পঠিক হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন  রোগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। সোমাবার (২২ আগস্ট) আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯ জন। এবছর এখনও পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি। হাসপাতালে ভর্তি ১৫৩ জন নতুন রোগীর মধ্যে ১০৭ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪৬ জন। এছাড়া চলতি বছরে এপর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। আর আগস্ট মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন।

মঙ্গলবার  (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৪৩০ জন,আর বাকি ৮৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৭২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ২৩৭ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo