৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৫
শিরোনামঃ

শুধু বয়কটের কারণে আমিরের ছবি ফ্লপ হয়নি : কঙ্গনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ৩০, ২০২২,
  • 219 সংবাদটি পঠিক হয়েছে

স্পষ্ট কথা বলা থেকে কখনও পিছপা হন না কঙ্গনা রানাওয়াত। বলিউডের কারও সঙ্গেই বিশেষ বনিবনা নেই তার। বিশেষত তিন খান-সুপারস্টারদের কার্যত দু’চোখে সহ‍্য করতে পারেন না। বলিউডের বর্তমান পরিস্থিতি খানদের জন‍্যও দুঃসময় ডেকে এনেছে। আমির খানের শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে কঙ্গনার মতে, বলিউডের বয়কট সংস্কৃতির জন‍্য ফ্লপ হয়নি এই ছবি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার ব‍্যাপারে নিজের মতামত প্রকাশ করেন কঙ্গনা। বলিউড সুপারস্টারদের তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘সবরকম সুযোগ-সুবিধা ভোগ করেন সুপারস্টাররা। দুই কোটি টাকার একটা কাজের জন‍্য ২০০ কোটি টাকা দাবি করেন তারা। যেখানে ফ্লাইটের ইকোনমি ক্লাসে করেই যাওয়া যায়, সেখানে চার্টার্ড প্লেন উড়িয়ে নিয়ে যান তারকারা। কিন্তু মানুষ এখন প্রশ্ন করছেন, আদৌ কি এরা সুপারস্টার হওয়ার যোগ‍্য?’

আমিরের নাম নিয়ে সরাসরি তোপ দেগেছেন কঙ্গনা। যে তুরস্ক-ভারতের বিরুদ্ধে ছিল, সেখানেই গিয়ে ফার্স্ট লেডির সঙ্গে ছবি তুলেছিলেন আমির। ভারতকে ‘অসহিষ্ণু’ বলে গোটা বিশ্বের কাছে দেশের নাম ডুবিয়েছিলেন তিনি। নিজেকে ভারতীয় হিসেবে লজ্জিত বলেছিলেন।

কঙ্গনা বলেন, ‘এরপরেই মানুষের মনে প্রশ্ন জাগে যে এরা কি আদৌ সুপারস্টার হওয়ার জন‍্য সঠিক মানুষ? কষ্ট করে অর্জিত টাকা কি এদের জন‍্য খরচ করা যায়? যারা নিজের দেশকে ভালবাসে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে, আমিরের ছবি দেখা যায় কি না। এই উপলব্ধির জন‍্যই আমিরের ছবি ডুবেছে। বয়কট সংস্কৃতি এখানে কোনো ভূমিকা নেই।’

বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির মধ‍্যে পার্থক‍্যের বিষয়েও মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেন, “এখন যে ছবিগুলো চলছে সেগুলোর মধ‍্যে ভারতীয় আমেজ পরিপূর্ণ। ‘কানতারা’ এবং ‘পন্নিয়িন’ সেলভন দুটো ছবিই ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে। অন‍্যদিকে বলিউড পাশ্চাত‍্য সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ হয়ে ছবি তৈরি করছে।”

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo