৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:০৮
শিরোনামঃ

পটুয়াখালীতে মদ নিয়ে টিকটক, পরে ইয়াবাসহ গ্রেপ্তার 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩,
  • 193 সংবাদটি পঠিক হয়েছে

মদের বোতল নিয়ে নেচে ও মদ পান করে টিকটিকে ভাইরাল হওয়া আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটকার আমানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার আমানের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

আমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের ছালাম মৃধার ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আমানের বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আমান উল্লাহ আমান তার টিকটক একাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে বিভিন্ন ভঙ্গিমা করা ও মদ পানের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন। আর এভাবেই তিনি সস্তা জনপ্রিয়তা পান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo