আজ বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নাগিস’ সাবেক বরিশাল ৫ আসনের এমপি জেবুন্নেছা আফরোজ ‘ আরো উপস্থিত ছিলেন ‘ ট্রেজারার’ রেজিস্ট্রার ‘ শিক্ষক ‘ শিক্ষাথীও কমকর্তা এবং কমচারীবৃন্দ।
সভায় ইউনিভার্সিটির শিক্ষাথীও শিক্ষকবৃন্দ ও ইউনিভার্সিটির বিভিন্ন সমস্যার দিক তুলে দরেন। সাবেক বরিশাল ৫ আসনের এমপি ও জিইউবির চেয়ারম্যান বরিশাল সিটি কর্পোরেশন নিবাচনের নৌকা মাকা প্রাথী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর পখে নৌকার ভোট দিতে বলেন।
সভায় সকলকে নৌকা মাকায় ভোট দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনকে উন্নয়ন ও মাদক মুক্ত বরিশাল করার অঙ্গিকার করেন।
সভায় আরো বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে নৌকার কোন বিকল্প নেই সবাইকে ১২ই জুন কেন্দ্রে গিয়ে নৌকার ভোট দিতে বলেন।আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর নেএীবৃন্দ।