৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৯
শিরোনামঃ

পটুয়াখালীতে মাঠ রক্ষার আন্দোলনে শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ২৯, ২০২২,
  • 195 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালী: পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের অব্যবহৃত খালি মাঠের জায়গায় সরকারি স্থাপনা নির্মাণ করা হবে, এমন সংবাদ শুনে আন্দোলনে নেমেছে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

রোববার (২৮ আগস্ট) সকালে সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই আন্দোলন দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে বেশ কিছু খালি জায়গা রয়েছে, যা শত বছর ধরে বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি এই জায়গাটিতে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আন্দোলন শুরু করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে ব্যানার ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের পশ্চিম পাশের গেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

পরে সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে রওনা হয়। শিক্ষার্থীদের অভিযোগ জেলা প্রশাসকের কাছে তারা একটি স্মারকলিপি দিতে চায়। তবে পথে পথে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নিলে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের মধ্যস্থতায় আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে।

এ সময় বিদ্যালয়ের ভোগ দখলীয় খালি জায়গায় কিভাবে বিদ্যালয়ের স্বার্থে পরিকল্পিত উন্নয়ন কাজে ব্যবহার করা যায় সে বিষয়ে কথা হয়। এজন্য পরবর্তী যেকোনো একদিন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ জেলার রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সব পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়।

পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, বিদ্যালয়ের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে না। একটি পক্ষ শিক্ষার্থীদের ভুল বুঝিয়েছে এবং আজ জেলা প্রশাসকের সাথে শিক্ষার্থীরা কথা বলে বিষয়টি বুঝতে পেরেছে। বিদ্যালয়ের অধিগ্রহণকৃত জায়গার বাইরে বিদ্যালয় এতদিন যে জায়গায় ব্যবহার করেছে সেই জায়গাটি কিভাবে বিদ্যালয়ের স্বার্থে ব্যবহার করা যায় এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আইনগতভাবে দেওয়া যায় সেসব বিষয়ে জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা করবেন।

এছাড়া বিদ্যালয়ের জায়গায় শিক্ষার্থীদের খেলাধুলাসহ চলাচলের জন্য আরও কি কি সুযোগ সুবিধা বাড়ানো যায় সে বিষয়ে পৌরসভাও সহযোগিতা করবে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বিদ্যালয়ের পশ্চিম পাশের জায়গাটি রয়েছে সেটি মূলত বিদ্যালয় ভোগ দখল করলেও জায়গাটি জেলা প্রশাসনের মালিকানাধীন সম্পত্তি। কোন ধরনের স্থাপনা নির্মাণ করা হলে সেটি সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই সম্পন্ন হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo