বাউল সম্রাট শাহ আব্দুল করিম। গানে গানে যিনি শোষণ বঞ্চনার চিত্র তুলে ধরেছেন, অর্ধ শতাব্দিরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এজন্য মৌলবাদীদের দ্বারা নানা লাঞ্চনারও শিকার হয়েছিলেন তিনি। স্থানীয়ভাবে গড়ে ওঠা নানা আন্দোলন সংগ্রামে গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন।
ভাষার আন্দোলন ও মুক্তিযুদ্ধে পথে পথে গান গেয়ে গণজাগরণ সৃষ্টির চেষ্টা করেছেন। পেয়েছেন একুশে পদকও। সেই গুণী গণসংগ্রামী অসংখ্য বাউল গানের রচয়িতা শাহ্ আব্দুল করিমের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। কিংবদন্তিতুল্য এই বাউলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উজানধলের বাড়িতে দোয়া, মিলাদ মাহ্ফিল, আলোচনা সভা এবং রাত নয়টা থেকে বাউল আসরের আয়োজন করা হয়েছে।
বাউল শাহ্ আব্দুল করিম স্বশরীরে আমাদের মাঝে না থাকলেও, তার লেখা মানবতার, অসাম্প্রদায়িকতার কথা লাখো বাউলের কণ্ঠে ছড়িয়েছে পৃথিবীব্যাপী। প্রয়াত এই বাউলের সুরধারার ভক্ত সারা পৃথিবীর বাংলা ভাষাভাষি মানুষ। মৃত্যুর পর থেকে সর্বস্তরের বিশেষ করে সাধারণের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন বাউল শাহ্ আব্দুল করিম। তার ভক্ত বাউলেরা বললেন, শাহ্ আব্দুল করিমের স্বপ্নের পৃথিবী দেখতেই পথে পথে গান গেয়ে বেড়ান তারা।
বয়োজ্যেষ্ঠ বাউল আব্দুর রহমান সুরে সুরে বললেন, শাহ্ আব্দুল করিম চাইতেন, বিশ্ব মানবতার মতবাদ সারা বিশ্বজুড়ে চলে যাক। এমন বন্ধন আসবে কবে, সকল বন্ধন খসে যাবে, এক যুগে ফুটিয়া ওঠবে সবার মুখে হাসি। তিনি বললেন, শাহ্ আব্দুল করিমের এমন বার্তা প্রতিটি জনপদে পৌঁছে দেবার জন্যই কাজ করছি আমরা।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বললেন, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক গান এখনকার প্রেক্ষাপটে বড়ই প্রাসঙ্গিক বলে মন্তব্য করলেন।
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে/আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না/ আমি কূলহারা কলঙ্কিনী/ কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া আমি তোমার কলের গাড়ি/সখী কুঞ্জ সাজাও গো/ জিজ্ঞাস করি তোমার কাছে/ মানুষ হয়ে তালাশ করলে/ আমি বাংলা মায়ের ছেলে, হরিপুরে হরিলুট কেন, দেশবাসী কি খবর জানো, তেলচোরা তেল নিল শোন, এদেশকে করতে চায় শ্মশান/ বাউল আব্দুল করিম বলে সূক্ষ্ম রাস্তা ধরো, শোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো/ এই কি তোমার বিবেচনা, কেউ যে খায় মাখনছানা, কেউর মুখে অন্ন জুটে না, ভাঙ্গাঘরে ছানি নাই/গণতন্ত্র সমাজতন্ত্র, এই ছিল তার মহামন্ত্র, ধর্ম নয় শোষণের যন্ত্র, নিরপেক্ষ সমুদয়/শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে, তুমি যে রক্ত শোষক বিশ্বাসঘাতক, তোমারে অনেকে চিনে সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা শাহ্ আব্দুল করিম না থাকলেও গানে আর সুরে কখনো আনন্দ দেবে, কখনোবা গণজাগরণকে শানিত করবে। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন এই বাউল সম্রাট।