৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:০৪
শিরোনামঃ

বরগুনায় ৩ হাজার ২৭৫ কেজি সরকারি চাল জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২,
  • 173 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার বেতাগীতে একটি বসতঘর থেকে ৩ হাজার ২৭৫ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। রবিবার রাতে উপজেলা প্রশাসন পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব চাল জব্দ করে উপজেলা পরিষদের গোডাউনে জমা রাখেন।

ইতিমধ্যে এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওলিউল ইসলামকে প্রধান ও উপজেলা খাদ্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এবং ওসিএলএসডি রিগান দেবনাথের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশের সময়সীমা বেধে দেওয়া হয়।

জানা গেছে, রবিবার বিকেল পাঁচটা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বেতাগী সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনির হোসেন লাভলুর বাসায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালায়। এসময় সরকারি সিলযুক্ত চালের বস্তা থেকে ব্র্যান্ডিং বস্তায় প্যাকেটজাত করা মজুদকৃত ৩ হাজার ২৭৫ কেজি (৩ টনের অধিক) চাল জব্দ করেন।

এ বিষয়ে ডিলার মো. মনির হোসেন লাভলু জানান, ওই চাল ওএমএস কর্মসূচির নয়। স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছ থেকে টিআর, কাবিখার চাল ক্রয় শেষে তা তার বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছেন। দাম কম থাকার কারণে তা বিক্রি করতে পারেননি। টিআর এবং কাবিখার চাল খোলা বাজারে ক্রয়ের প্রমাণ দেখাতে চাইলেও ইউএনও তার কাগজ না দেখে অন্য চালসহ সকল চাল জব্দ করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, এটা সরকারি চাল, কোনো দ্বিমত নেই। তবে কিভাবে এই ডিলার এসব চাল পেয়েছেন, তা যাচাই-বাছাইয়ের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। জব্দকরা চাল উপজেলা পরিষদের গোডাউনে মজুদ রাখা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo