৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:২২
শিরোনামঃ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পাথরঘাটায় ১১ জেলেকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, অক্টোবর ৮, ২০২২,
  • 195 সংবাদটি পঠিক হয়েছে

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে ইলিশ মাছ শিকার করায় ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। আটককৃত প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আটককৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদে মাছ শিকারে নামেন জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় দুই মণ মাছসহ ১১ জেলেকে আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, চরদুয়ানী খালে নোঙর করা আব্দুল হকের মালিকানাধীন একটি ট্রলারে অভিযান চালিয়ে ইলিশসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়েছে। পরে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক ১১ জেলের প্রত্যেককে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। অবরোধকালীন মাছ শিকার না করার মর্মে ট্রলারটি মালিকের জিম্মায় দেওয়া হয়।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম বলেশ্বর, বিষখালী ও তৎসংলগ্ন খালে অভিযান পরিচালনা করেছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo