৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৩৯
শিরোনামঃ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ১২, ২০২২,
  • 245 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল-আমিন হোসেন (৩৬) নামে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একই সংস্থার মাঠকর্মী আবু তাহের (৩৫) গুরুতরভাবে আহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ট্রলির পিছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ওই কর্মকর্তা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন।

আল আমিন শিকদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সপ্তম (২০১১-১২) ব্যাচের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট ও ২০১৬-১৭ সালে রোভার-ইন-কাউন্সিলের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। চাকরির সুবাদে তিনি বরিশালের বরগুনায় কর্মরত ছিলেন। তিনি এনএসআই’র বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি তদন্তের কাজ শেষ করে মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে আমতলী আসছিলেন। এসময় আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খালি ট্রলির পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই এনএসআই কর্মকর্তা নিহত হন এবং সঙ্গে থাকা মাঠকর্মী গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমতলী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক আল-আমিন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আবু তাহেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি একেএম মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে, ঘটনাস্থলেই মারা যান ওই কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo