তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছেন। পরে তজুমদ্দিন পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করেন।
মামলার এজহার সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এস আই সামিম সর্দার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নের ৪নং
ওয়ার্ডের কাজিকান্দি গ্রামের আব্দুল মান্নানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেপারীকান্দি
গ্রামের মোঃ নাজিম উদ্দিন পন্ডিতের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী মোঃ সজিব ওরফে তুহিনকে (২৬) ত্রিশগ্রাম গাঁজাসহ আটক করেন।
পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর সারণী ১৯ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৫। পরে তাকে জেলা হাজতে
প্রেরণ করেন পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এস আই ও মামলার বাদী সামিম সর্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনা অভিযান পরিচালনা করে ত্রিশগ্রাম গাঁজাসহ সজিব ওরফে তুহিনকে আটক করি। মামলা রুজু করে তাকে জেলা হাজতে প্রেরণ করি।