অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন বরগুনা জেলা ইউনিটের কার্যক্রমকে গতিশীল ও সক্রিয় করার লক্ষে ইউনিটের সক্রিয় ও নিয়মিত ভলান্টিয়ারদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে তাদের মধ্যে থেকে ১৫ সদস্য যুব কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য়ালয়ে জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম, মোঃ গোলাম কিবরিয়া পিন্টু, মোঃ তৌহিদ মোল্লা ও ইউনিট লেভেল অফিসার এম. এ করিম এর উপস্থিতিতে আগত সকল ভলান্টিয়ারদের মতামতের ভিত্তিতে আগামি দুই বছরের জন্য যুব কার্যকরি কমিটি ঘোষণা করেন জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি অ্যাড. মোঃ আবদুল মোতালেব মিয়া।
সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটির সেক্রেটারির সাক্ষরিত কমিটির পূর্নাঙ্গ তালিকায় দেখাযায়, আগামি দুবছরের জন্য মোঃ আব্দুর রহমান কে যুব প্রধান করে, তানজিলা আক্তার রিমা ও মোঃ সজিব হোসেন কে উপ যুব প্রধান এবং নির্ধারিত ৬ টি বিভাগে ৬ জন বিভাগীয় প্রধান ও ৬ জন উপ প্রধান সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। অন্য সদস্যরা হলেন, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় প্রধান মো: আবিক খান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপ প্রধান টুম্পা জান্নাত মিম, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগীয় প্রধান সাজনিন আরা পিয়াংকা, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগীয় উপ প্রধান জিসানুর রহমান তানিম, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ প্রধান মো: সাইফুল ইসলাম পারভেজ, দূর্যোগ ও মানবিক সারা প্রধান বিভাগীয় প্রধান মো: হৃদয় হাসান, দূর্যোগ ও মানবিক সারা প্রধান বিভাগীয় উপ প্রধান ফারজানা মিশু, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান মো: রেদোয়ান আকন, স্বাস্থ্যসেবা বিভাগীয় উপ প্রধান মো: সাগর, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান মোসা: জান্নাতুল ফেরদৌসের, তহবিল সংগ্রহ বিভাগীয় উপ প্রধান মো: রিমন।